জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণের অন্তর্ভুক্ত ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে শনিবার (৫ জুলাই) দুপুরে বনগ্রাম দারুল আবরার মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।


মহানগরীর মজলিসে শূরা সদস্য মাওলানা নেসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।


মহানগরীর মজলিসে শূরা সদস্য মো. রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ জুনায়েদের পিতা শেখ জামাল, শহীদ আনাসের নানা সাইদুর রহমান খান, ওয়ারী পশ্চিম থানা আমীর ফারুক হোসাইন, ওয়ারী পূর্ব থানা আমীর মোতাসিম বিল্লাহ, সূত্রাপুর পূর্ব থানা আমীর নোমান, সূত্রাপুর উত্তর থানা আমীর রবিউল ইসলাম, বংশাল উত্তর থানা আমীর বিলাল হোসাইন, ওয়ারী পশ্চিম থানা সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।