জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোটসহ ৫ দফা’ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে সমমনা ৮ দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে স্মারকলিপি প্রদান পূর্বে মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) এডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. আব্দুল মান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি (ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) কবির আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, মহানগরীর কর্মপরিষদ সদস্য (ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) সৈয়দ জয়নুল আবেদীন, মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে অধ্যাপক মোকাররম হোসাইন খান, ড. মোবারক হোসেন, শাহীন আহমেদ খান, মাওলানা শরিফুল ইসলাম এবং মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন। এছাড়াও মহানগরীর সকল থানা, বিভাগ ও জোনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভা শেষে, মহানগরীর আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে উপস্থিত অতিথিবৃন্দ ও দলীয় হাজারো নেতাকর্মী মতিঝিল শাপলা চত্বর থেকে পথযাত্রা শুরু করে পল্টন মোড়ে সমাবেশে যোগ দেন। পরে পল্টন মোড় থেকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮ দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ ও লক্ষাধিক নেতাকর্মী প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র অভিমুখে পথযাত্রা শুরু করেন। এসময় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন।
