বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হলে শ্রমিকদেরকে তাদের ন্যায্য দাবি আদায়ে জীবন ও রক্ত দিয়ে আন্দোলন করতে হবে না। রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত সকল অধিকার স্বাভাবিকভাবে ভোগ করবে। গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদের প্রাপ্য সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। শ্রমিক তার অধিকার দাবি করলেই পুলিশ ও আওয়ামী লীগের ছাত্র লীগ নামক হেলমেটধারী সন্ত্রাসীদের দিয়ে শ্রমিকের উপর নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। বহু শ্রমিকে খুন, গুম করেছে। হামলা মামলা দিয়ে জুলুম করেছে। শ্রমিকের মুখের ভাত কেড়ে নিয়েছে। বিনা অপরাধে শ্রমিকদের কারাগারে আটকে রেখে শ্রমিক পরিবার গুলোকে নিঃশেষ করে দিয়েছে। আওয়ামী লীগের জুলুম থেকে কোন শ্রেনীপেশার মানুষ রক্ষা পায়নি। পরবর্তীতে এদেশের ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক সহ সকল পেশাজীবি জনতা ও রেমিট্যান্স যোদ্ধারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে গর্জে উঠে। আওয়ামী লীগ ছাত্র-জনতার ৩৬ দিনের আন্দোলনে গণহত্যা চালিয়ে বহু মানুষকে হত্যা করেছে। কারণ শেখ হাসিনার ক্ষমতা লাগবে! কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ টিকতে পারেনি। ক্ষমতা ছেড়ে গোষ্ঠী সহ আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যায়। তবে তাদের দোসররা এখনো উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করে। তাই ছাত্র-জনতা সহ সকল পেশাজীবিকে অপশক্তি রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রবিবার (২০) অক্টোবর সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাংক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের ছেলে-মেয়ের বিবাহের বরাদ্দকৃত অর্থ ও মৃত সদস্যদের পরিবারের মাঝে এককালীন অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাংক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন শ্রমিক ভবনের সম্মেলন কক্ষে ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সেক্রেটারী আনারুল ইসলাম আনার, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মোজাম্মেল হক সহ নেতৃবৃন্দ। সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর গোলাম রাব্বানী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী সদস্য এবং তাদের পরিবার উপস্থিত ছিলেন। সভা শেষে মৃত চার শ্রমিকের পরিবারকে ২ লাখ ৬০ হাজার টাকা এবং শ্রমিকদের ছেলে-মেয়ের বিবাহের জন্য ১৩ জন সদস্যের মাঝে ৩ লাখ ২০ হাজার সহ মোট ৫ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।
পরে দুপুরে চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. এনায়েতুল্লাহ’র সভাপতিত্বে স্থানীয় স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলাম শ্রমিকের যেই মর্যাদা ও অধিকার দিয়েছে তা পৃথিবীর অন্য কোন জীবন ব্যবস্থায় দেয়নি, দিতে পারবে না। মহানবী (সা.) শ্রমিকের অধিকার প্রসঙ্গে বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য পাওনা বুঝি দিতে। তাই বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠা হলে, শ্রমিক তার পূর্ণ মর্যাদা ও অধিকার লাভ করতে পারবে। সেজন্য তিনি শ্রমিকদেরকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত থেকে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
মো. নূরুল ইসলাম বুলবুল শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, কোন রাজনৈতিক শক্তির কাছে ব্যবহার হওয়া যাবে না। শ্রমিকেরা যখনই অপশক্তির হাতিয়ার হয়েছে তখনই শ্রমিকেরা শোষিত হয়েছে। পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবসময় শ্রমিকদের ব্যবহার করে অপকর্মের চেষ্টা করেছে। আগামীতেও তারা এই চেষ্টা অব্যাহত রাখতে চেষ্টা করবে। তাই শ্রমিক নেতৃবৃন্দ সহ সাধারণ শ্রমিকদের সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে রিক্সা ও ভ্যান শ্রমিকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।