বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশা নিধনে ঔষধ স্প্রে ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এডিস মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, মহানগরীর মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, হাজারীবাগ পশ্চিম থানা সেক্রেটারি মাহফুজ আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল অভিযান উদ্বোধন কালে বলেন, ডেঙ্গু সংক্রমণ রোধে মশা নিধনে ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেক এলাকায় আমাদের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে। আবহাওয়া ও মৌসুমগত কারণে রাজধানীতে হঠাৎ মশার প্রকোপ বেড়ে গিয়েছে এবং অসংখ্য মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। এতে মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ার পাশাপাশি মানুষের স্বাভাবিক জীবন যাপনে বিঘ্ন ঘটছে। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি এড়াতে সকলকে ব্যক্তিগত উদ্যোগে নিজ নিজ ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে। একইসাথে এসকল রোগের প্রতিরোধে ও মৃত্যু ঝুঁকি এড়াতে পরিচ্ছন্নতার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। এখনই ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঢাকার ধুলা দূষণ ও ইয়ার কোয়ালিটি নিয়ন্ত্রণের দায়িত্ব পরিবেশ অধিদফতরের। তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে কতটুকু সচেতন এ ব্যাপারে জনগণ জানতে চাই।
তিনি আরও বলেন, জামায়াত তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণ ও নানাবিধ সেবা সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ আমরা রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এডিস মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন ঘোষণা করছি। নগরীতে আমরা প্রধান প্রধান সড়ক সহ আশেপাশের গলিগুলোতে ঔষধ স্প্রে ও পানি ছিটাচ্ছি। এছাড়া ঢাকা নগরীতে আরো কিছু পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীনদের নানা অব্যবস্থাপনার ফলে সবক্ষেত্রে বিপর্যয় দেখা যাচ্ছে। যা আমাদের এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। তাই দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে এ অবস্থা থেকে মুক্ত করতে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। যেখানে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে ও মানবতার পাশে সকলে দাঁড়াবে, দেশ সুন্দর ভাবে পরিচালিত হবে। তিনি সকলকে সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।