শহীদ শরিফ ওসমান বিন হাদীর অসুস্থ মায়ের শারীরিক অবস্থার খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন হাদীর মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে তিনি হাসপাতালে ছুটে যান।

এ সময় তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে শহীদ হাদীর মায়ের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং মহান রবের দরবারে তাঁর সুস্থতা ও ধৈর্য ধারণের ক্ষমতার জন্য দোয়া করেন। মহানগরী আমীরের সঙ্গে তাঁর সহধর্মিণীও শহীদ হাদীর মাকে দেখতে যান।

এ সময় মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
