আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর জননেতা নূরুল ইসলাম বুলবুল।

মনোনয়নপত্র জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শহীদ আসাদুল্লাহ তুহিনের পিতা। এ ছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমাদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, “সুশাসন প্রতিষ্ঠা, শান্তি বজায় রাখা এবং একটি ইতিবাচক ও টেকসই পরিবর্তনের লক্ষ্য নিয়ে আজ আমি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছি। এই সিদ্ধান্ত আমার একার নয়—এটি আপনাদের আশা, স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন।”

তিনি আরও বলেন, “এই গুরুত্বপূর্ণ যাত্রাপথে আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন একান্তভাবে কামনা করছি। আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণই আমাকে ন্যায়ভিত্তিক নেতৃত্ব দিতে এবং জনগণের কথা বলার সাহস জোগাবে।”
শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা, ন্যায় ও উন্নয়নের ধারায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলবো। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই হবে আমার শক্তি।”
