বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিক অঙ্গনে আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা সোমবার (১৪ জুলাই) রাতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠুর পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি নজরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ওমর ফারুক ও জুবায়ের আল মাহমুদ; মহানগরীর সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল; কার্যনির্বাহী সদস্য ড. আজগর আলী, জয়নাল আবেদীন, মিজানুর রহমান, মো. ইউসুফ আলী, আব্দুর রহমান, আব্বাস উদ্দিন; শহীদ রফিকুল ইসলামের ভাই; আহত জুলাই যোদ্ধা লাইলী আক্তার লিজা, আল-আমিন ও সোহাগ প্রমুখ।