বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ (যাত্রাবাড়ী-ডেমরা অঞ্চল)–এর উদ্যোগে শনিবার (১২ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জননেতা আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মো. নূরুল ইসলাম বুলবুল।


যাত্রাবাড়ী মধ্য থানা আমীর অ্যাডভোকেট এ.কে আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ও মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, যাত্রাবাড়ী পশ্চিম জোনের পরিচালক ও মহানগরীর কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হক।


আরও বক্তব্য রাখেন: শহীদ আসলামের বোন শারমিন আক্তার, জুলাই যোদ্ধা (আহত) মোহাম্মদ ইউসুফ, শহীদ মাহাদী হাসানের পিতা জাহাঙ্গীর হোসেন, শহীদ নূর হোসেনের মা নুরুন্নাহার বেগম, জুলাই যোদ্ধা (আহত) শাহ আলম, শহীদ মুনতাসীর রহমানের পিতা সৈয়দ গাজিউর রহমান, শহীদ আব্দুল্লাহর বাবা মো. মনিরুজ্জামান, শহীদ খুবাইবের ভাই মো. জোবায়ের হোসেন, জুলাই যোদ্ধা (আহত) মো. রুমেন মিয়া, শহীদ ইয়াসিন সরকারের পিতা মো. জাহাঙ্গীর হোসেন, যাত্রাবাড়ী থানা আমীর অধ্যক্ষ সাদিক বিল্লাহ প্রমুখ।


এসময় আরও উপস্থিত ছিলেন: কদমতলী উত্তর থানা আমীর আব্দুর রহিম জীবন, ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী, যাত্রাবাড়ী উত্তর থানা আমীর মাওলানা মো. আবুল হোসেন, জোনাল টিম সদস্য খন্দকার মো. এমদাদুল হক, মাতুয়াইল থানা আমীর মো. মিজানুর রহমান মালেক সহ যাত্রাবাড়ী-ডেমরা অঞ্চলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।