দ্বীন প্রতিষ্ঠিত হলে সব কাজই সহজ হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন; ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হলে জীবনের সব কাজ সহজ হবে। যেমনি নফজ কে পরিশুদ্ধ করতে পারলেই ব্যক্তি পাপাচার থেকে বাঁচতে পারবে তেমনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে সকল অনাচার, পাপাচার, জুলুম, নির্যাতন, পদে-পদে, স্তরে-স্তরের বৈষম্য দূর হয়ে একটি আলোকিত সমাজ গঠন সম্ভব হবে। এজন্যই প্রত্যাক পরিবার থেকেই ইসলামী অনুশাসনের সূচনা শুরু করতে হবে। নামাজ, রোজা, হজ্জে, যাকাত, পর্দা পালনের পাশাপাশি দ্বীন কায়েমের জন্য মাল ও জান কুরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে নিজের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় উৎস্বগ করতে না পারবে।
![](https://www.nurulislambulbul.com/wp-content/uploads/2025/02/১-3-300x200.jpg)
![](https://www.nurulislambulbul.com/wp-content/uploads/2025/02/১-2-300x200.jpg)
শনিবার (০১ ফেব্রুয়ারী) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ারী পশ্চিম থানার ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের যা যা করণীয় তারজন্য প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীলদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্ম কৌশল বাস্তবায়নের সার্বিক পদ্ধতি তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নুরুল ইসলাম বুলবুল।
![](https://www.nurulislambulbul.com/wp-content/uploads/2025/02/১-1-300x200.jpg)
ওয়ারী পশ্চিম থানা আমীর মো. ফারুক হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারী, সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া জোন পরিচালক কামরুল আহসান হাসান, ওয়ারী পূর্ব থানা আমীর মোহতাছিম বিল্লাহ।