রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় মসজিদ পার্শ্ব হলে আয়োজিত তালিমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন তালিমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের প্রধান উপদেষ্টা মো. নূরুল ইসলাম বুলবুল।
তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি কুরআন শিখেন এবং অপরকে শিক্ষা দেন (সহীহ বুখারী: ৫০২৭) এই ব্রত নিয়ে চালু হওয়া তালিমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের অন্যতম উপদেষ্টা আব্দুস সবুর ফকির, উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। তালিমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের সেক্রেটারি সৈয়দ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. আব্দুল মান্নান, মাওলানা মোশাররফ হোসেন খান প্রমুখ।