বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহবাগ পূর্ব থানার রুকন সম্মেলন সোমবার (০৫ মে) রাতে অনুষ্ঠিত হয়েছে। থানা আমীর আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।


বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

মে-জুন কর্মী ও ইউনিট গঠন মাস উপলক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।